প্রশ্ন : গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপ্রধান কে?
উত্তর: মহামান্য রাষ্ট্রপতি।
প্রশ্ন : তিনি কততম রাষ্ট্রপতি?
উত্তর: মো: সাহাবুদ্দিন ব্যক্তি হিসেবে ১৮তম এবং ক্রম হিসেবে ২২তম রাষ্ট্রপতি।
প্রশ্ন : warrant of precedence-1991 অনুসারে মহামান্য রাষ্ট্রপতির পদমানক্রম কততম?
উত্তর: প্রথম।
প্রশ্ন : মহামান্য রাষ্ট্রপতির কার্যালয় ও বাসভবনের নাম কী?
উত্তর: বঙ্গভবন।
প্রশ্ন : মহামান্য রাষ্ট্রপতির কার্যালয়ের ইংরেজি নাম কী?
উত্তর: Office of the President of Bangladesh
প্রশ্ন : বঙ্গভবন কী প্রতীক বহন করে?
উত্তর: বঙ্গভবন জাতির মর্যাদা ও গৌরবের প্রতীক বহন করে।
প্রশ্ন : বলুনতো, বঙ্গভবন কোথায় অবস্থিত?
উত্তর: বঙ্গভবন বাংলাদেশের রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিল থানার অন্তর্গত দিলকুশা এলাকায় অবস্থিত।
প্রশ্ন : বঙ্গভবন কবে যাত্রা শুরু করে?
উত্তর: ১৯০৬ সালে।
প্রশ্ন : ’বঙ্গভবন’ এ নামকরণ করা হয় কত সালে?
উত্তর: ১৯৭১ সালের ২৩ ডিসেম্বর।
প্রশ্ন : রাষ্ট্রপতির কার্যালয়ের অধীনে কতটি বিভাগ রয়েছে?
উত্তর: ২ টি।
প্রশ্ন : কী কী?
উত্তর: জনবিভাগ ও আপন বিভাগ
প্রশ্ন : জন বিভাগের ১/২ টি কার্যাবলী বলুন?
উত্তর: ক)মহামান্য রাষ্ট্রপতির বাণী ও ভাষণ প্রস্তুতকরণে সাচিবিক সহায়ংতা প্রদান
খ)জন সংযোগ ও প্রেস/মিডিয়া বিষয়ক কার্যাবলী।
*** আরো জানতে ভিজিট করুন bangabhaban.gov.bd